আমাদের কথা খুঁজে নিন

   

গণমানুষের প্রতিপক্ষ হবেন না



সহনশীলতার সংস্কৃতি আমাদের রাজনীতিতে নেই। এটা জাতিসত্তার চরম দুর্ভাগ্য। ভারতের দুই প্রধানমন্ত্রী প্রার্থী হাত মিলিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে। লোকসভার জয় নিয়ে দুই পক্ষই আশাবাদী। রায় জনগণের হাতে।

তা নিয়ে হৈ হুল্লোড় নেই। ভারত আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক দেশ। আমরা তাদের কাছ থেকে এই কালচারটা রপ্ত করতে পারি না। এটা বড় লজ্জার কথা। এসব লজ্জার মাথা খেয়েই আমাদের সরকারি দলের এমপি রা নিজেদের রাজত্ব কায়েমে ব্যস্ত।

না , এসব লক্ষণ মোটেই শুভ নয়। এরা এখন মারমুখি। http://www.shamokal.com/details.php?nid=109199 গফরগাঁওয়ের সাংসদ গিয়াসউদ্দিন আহমদ সাংবাদিক পিটাবার মদদ দিচ্ছেন। চট্টগ্রামের সরকারি দলের এমপি আব্দুল লতিফ বলেছেন, 'আই এ্যাম মেম্বার অব দ্য পার্লামেন্ট। '' কি আজব হুংকার ! এসব নিয়ে খবর বের হতে শুরু করেছে পত্রপত্রিকায়।

কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদি র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আদালত অবমাননার জন্য । কি চাইছেন তারা ? দেশে ''সরকার'' গঠন করলেই বাকী সবাই তাদের তাবেদার হয়ে যাবে? সরকারী দলের এমপি দেরকে বলি, মহোদয়গণ - আপনারা ভুল করছেন। গণমানুষের প্রতিপক্ষ হবেন না। এর ফলাফল শুভ হয় না। জনতোড়ে ভেসে যায় মসনদের খুঁটি ও ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.