আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ডের বিকল্প হবে স্মার্টফোন

Change the World

এবারে স্মার্টফোনের জন্য ব্যাংকিং সেবা নিয়ে আসছে ভিসা এবং ব্যাংক অফ আমেরিকা। জানা গেছে, নিউ ইয়র্কে পরীক্ষামূলকভাবে চালু হতে যাওয়া এই প্রকল্পের সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের পরিবর্তে স্মার্টফোনের মাধ্যমেই বিভিন্ন বিল পরিশোধ করতে পারবেন। খবর ম্যাশএবল ডটকম-এর। ম্যাশএবল জানিয়েছে, ব্যাংক অফ আমেরিকা ও ভিসা একযোগে এই প্রকল্পে কাজ করছে। জানা গেছে, এই সেপ্টেম্বরেই নিউ ইয়র্কে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং বছরের শেষ পর্যন্ত চলবে।

প্রকল্পটি কাজে লাগাতে ব্যবহারকারীদের স্মার্টফোনে ছোট একটি চিপ লাগানো থাকবে। এটি তারহীনভাবে বিক্রেতার কাছে থাকা ডিভাইসের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। এতে করে কেনাকাটা শেষে ক্যাশ রেজিস্টারের কাছে গিয়ে স্মার্টফোনটি একটু ঝাঁকালেই স্বয়ংক্রিয়ভাবে ঐ ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিল কেটে নেয়া হবে। অবশ্য ম্যাশএবল জানিয়েছে অনেকটা এরকম প্রযুক্তি ইউরোপ ও এশিয়ায় এক সময় প্রচলিত ছিল। তবে মোবাইল ভিত্তিক এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রে এই প্রথম চালু হতে যাচ্ছে।

আশা করা হচ্ছে, পরীক্ষামূলক প্রকল্পে আশানুরূপ সাফল্য পাওয়া গেলে তা আরো ব্যাপক আকারে দেশটির অন্যান্য শহরেও চালু করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।