হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
কয়েক দিন আগে আমি "মোবাইল ব্যবহার করি না !!" শিরোনামে একটা ব্লগ পোষ্ট করেছিলাম। এরপর অনেকের মনে অনেক জল্পনা কল্পনার উদয় ঘটেছে। কট্টর সমালোচক বলেছেন, এটা ফুটানি।
আমি তো অবাক !! মোবাইল না ব্যবহার করা কেমনে ফুটানি হয়? ফুটানি হইতো যদি দামী ক্যামেরা, এমপিথ্রি, নীল দাত ওয়ালা মোবাইল ফোন ব্যবহার করতাম। যাই হোক, আমার বেশ মজা লেগেছে মোবাইল নিয়ে যে সব মন্তব্য এসেছে সেগুলো পড়ে।
এমন সময় হঠাৎ ক্রেডিট কার্ড এর কথা উঠলো। এইবারও আমার মাথায় হাত আমার তো ক্রেডিট কার্ডও নাই। বিভিন্ন ব্যাংকের এজেন্ট অনেক চেষ্টা করেছে এই চীজ আমার হাতে তুরে দেবার জন্যে।
আমি নেওয়ার কোন আগ্রহ দেখাই নাই। মাঝে মাঝে পালিয়ে বেচেছি। বছর শেষে 1750/- + টাকা সার্ভিস চার্জ, প্রতি ট্যানজেকশনে কাটবে ফাইনান্সিয়াল চার্জ, তাছাড়া বিভিন্ন পদের ভুং-ভাং চার্জ (লেট পেমেন্ট চার্জ, রিলেশনশিপ চার্জ .....) তো আছেই। কি দরকার ? বাড়তি চিনি ? এই তো বেশ আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।