অনেকগুলো ক্রেডিট কার্ডে অনেক লিমিট, সিলভার-গোল্ড
পাড়ায় পাড়ায় হাতছানি দিয়ে ডাকে এটিএম বুথ
কদাচ পা বাড়াই, কদাচ অবজ্ঞা করি নিতান্ত অবহেলায়,
এটিএম বুথে অনেক টাকা, প্লাস্টিক মানি মুখ থুবড়ে পড়ে পকেটে
আমি পকেট হাতড়াই, যত্নে যতন করি যেন সাত রাজার ধন!
এটিএম বুথ আমার স্বজন, কার্ড পাঞ্চে টাকা আসে, শপিং হয়
টাকা আমার প্রিয় খুব তবু মাঝে মাঝে মনে হয়
কার্ড ঢুকালে যদি টাকার বদলে বেরিয়ে আসতো কোনো রূপসী
যার দীঘল কালো চুলে মুখ লুকাতাম সবিস্ময়,
যদি কার্ড ঢুকালে বের হতো এক গুচ্ছ রজনীগন্ধা
আমি তবে খোঁপায় গুঁজে দিতাম তাঁর, ভালোবেসে!
একটা ক্রেডিট কার্ডে যদি আসে প্রেমের গোলাপ
আমি তবে গোলাপই নেবো, টাকাটাই সব নয় প্রেমময় গোলাপের কাছে
আমি গোলাপের পাপড়ি ধরে এগুতে যাবো
ভালোবাসা বিলাবো দেশ থেকে দেশে, মানুষে-মানুষে।
আমাকে একটা ক্রেডিট কার্ড দাও ব্যাংকওয়ালা
যে কার্ড আমাকে দেবে এক ঝাঁক পায়রা; শান্তির কপোত
তাদের ছড়িয়ে দিতাম দেশ থেকে দেশে-
ইরাক, ইরান, লিবিয়া, আফগানিস্থান কিংবা আফ্রিকার কোন দুর্ভিক্ষপীড়িত দেশে
অথবা জাতিগত দাঙ্গায় মরতে যাওয়াদের দেশে
আমার এ কার্ড হয়ে যেতো বারেবারে শান্তির শাদা পতাকা।
একটা কার্ড দাও, আমাকে একটা কার্ড দাও ব্যাংকওয়ালা
একটা ক্রেডিট কার্ড চাই আমার নিতান্ত প্লাস্টিকে মোড়া,
আমি প্রমাণে বসেছি আজ প্লাস্টিকেও জাগে প্রেম; বিশ্বময়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।