আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ড বিরম্বনা

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

কয়েকদিনের জন্য বেড়াতে ভারতে এসেছি। আমার একটি ক্রেডিট কার্ড আছে এবং আমি বিদেশ গেলে সেটি ব্যবহারও করি। সেজন্য সাথে করে বেশী টাকা আনিনি। গতকাল কলকাতা পৌছে এটিএমে যতবারই কার্ড দেই প্রতিবারই বলে ব্যালেন্স নেই। মহা সমস্যা।

রাতে ফোন করলাম কার্ড প্রদানকারী ব্যাংকে। তারা যা জানালো তা হচ্ছে যে আমি অলরেডি ভারতে কার্ডের মাধ্যমে ২০০ ডলার ব্যবহার করেছি। কথাটি সত্য কিন্তু সেটি গত ৭ মাস আগের ঘটনা। আমি বললাম যে সেটি তো ৭ মাস আগের কথা, আর তাছাড়া আমার কার্ডেতো যথেষ্ঠ লিমিট রয়েছে, আর এই ৭ মাসেও আমি অনেকবার ক্রেডিট কার্ডের বিল দিয়েছে। তারপর যা বলল সেটি শুনেতো আমার কান চড়কগাছ!! তা হচ্ছে যে তাদের কার্ড দিয়ে সার্কভুক্ত দেশ সমুহে বছরে ২০০ ডলারের বেশী ব্যবহার করা যাবে না।

আমি বললাম যে তাহলে আমার যে লিমিট আছে তা দিয়ে আমি কি করব? তিনি খুব খুশীর সাথে বললেন যে " স্যার সেটা আপনি সর্কভুক্ত দেশ ছাড়া পৃথিবীর যেকোন দেশে ব্যবহার করতে পারবেন। " এখন আর কি করব, সাথে করে এমন ক্যাশ এনেছি যা দিয়ে বড়জোর ২-৩ দিন থাকা যায়। অগত্যা এখন আমাকে দেশ থেকে কিভাবে টাকা আনানো যায় তাই ভাবতে হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।