ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
নিজেদের ঢোল নিজেরা পিঠানোতে নাস্তিকদের জুড়ি মিলানো দায়। তাদের কথামত বিজ্ঞান মনষ্ক হতে হলে নাস্তিক হওয়া প্রয়োজন। এদের কেউ কেউ ভেবেই পাচ্ছে না একজন আস্তিক কিভাবে প্রগতিশীল হতে পারে, বিজ্ঞানী হতে পারে বা উদ্ভাবক হতে পারে।
তাদের চোখে আস্তিকরা হল বলদ, খাটি আবাল। আর নাস্তিকরা দুনিয়ার সব জ্ঞান,বিজ্ঞান মাথায় নিয়ে বসে আছে। ভাল কথা মানলাম তারা অনেক জ্ঞানী কিন্তু এসব মহাজ্ঞানী সামু ব্লগের নাস্তিকরা কয়টা গবেষণাকর্ম করে ফেলেছে তা আজ জানতে খুব মন চাচ্ছে। তারা নিউটন বা আইনস্টাইন এর মত হাজার হাজার যে বৈজ্ঞানিক সূত্র সমূহ আবিষ্কার করে ফেলেছে তা সুইস ব্যাংকের কোন ভল্টে রেখেছে তা আজ জানতে খুব শখ হচ্ছে।
ভাল করেই জানি ..াল ছিড়ার মুরোদ নাই ব্লগে এসে তারা মহাজ্ঞানীর ভাব ধরে বসে আছে।
এসব মহাজ্ঞানী নাস্তিকদের কাছে চাওয়া আপনারা এত বিজ্ঞান মনষ্ক, জ্ঞানের ভান্ডার হয়ে এতদিন কি কি আবিষ্কার করেছেন এবং বর্তমানে কি আবিষ্কার করতে যাচ্ছেন তা এখন ব্লগে প্রকাশ করুন। আপনাদের মহান আবিষ্কার গুলো দেখে চোখ ও মনের স্বাদ মিটাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।