প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
অনেক গুলো স্থিরচিত্র ঝুলে আছে
ধূসর-রঙা প্লাস্টিকের পিন গাঁথা...
হঠাৎ হঠাৎ বাতাস লাগলে তার কিছু দুলে উঠে
বাকি গুলোয় জমাট বাঁধে অন্ধকার
আমি সব গুলো চিত্রে লেপ্টে দিতে থাকি কর্ণিয়া
তীর্যক খোঁচায় রেটিনার দেয়াল চিরে
কয়েক ফোঁটা রক্তাশ্রু...
দেখি টলটলে দীঘি, জলের গালে চুমু খাচ্ছে নুয়ে কড়ই ডাল
ওপাড়ে প্রার্থনাঘর, প্রশ্রাবখানা আর গোসলের ভাঙা ঘাট!
জোড়া চড়ুইয়ের ডাকে ঘাড় ফেরাই দরজার চৌকাঠে
পরপর অনেক দৃষ্টি গেঁথে স্থিরচিত্র হয়ে যায়
তাদের জৈবিক খুঁনসুটি...
পাশেই ঝুম বৃষ্টি নামে টিনের দীর্ঘ চালে
থিকথিকে কাঁদা মাড়িয়ে চলে প্রকৃতির অনেকগুলো লাঙল
আর রাজবন্দীর মত ডুবে যেতে থাকে যৌনতার মত সজীব ঘাসেরা...
হঠাৎ বিজলীর ঝলকানিতে দুলে উঠে দৃশ্য, জল ও যৌনতার সংকলন
শ্যাওলার কার্পেটে পা পিছলে উড়ে যায় বালিকার ওড়না আর বই ছাতা
অন্য একটি স্থিরচিত্রে চোখ রাখি এবার
ঠোঁটের ভেতর ঠোঁট গুঁজে দিচ্ছে পরস্পর বালক-বালিকা
পরের চিত্রেই নতমুখ যারা জগদ্দল অপবাদের ভারে...
প্রিয়তা। অনেক কাল পরে দাঁড়ালাম
আমাদের হাইস্কুলের জীর্ণ নোটিশ বোর্ডে
দেখলাম, অনেক গুলো স্থিরচিত্র আছে ঝুলে...
হয়তো কোন একদিন তুমিও এসে দাঁড়াবে ঠিক এখানটায়
দেখবে, কবিতা নারী ও রাজনীতির আড্ডায় মুখর
কোঁকড়া, সোজা ও লম্বা চুলেদের স্যাঁতসেঁতে দেয়ালের ভীড়ে
জল ও স্বপ্নহীন চোখ মেলে আমি ও দাঁড়িয়ে নিঃসঙ্গ
অন্য স্থিরচিত্রে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।