আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া

..

দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু সময় মিশে যায় মহাকাল স্রোতে এভাবেই বদলে যায় দৃশ্যপট রূপান্তরের পালে দোলা দিয়ে যায় কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস। কেউ জানেনা কোথায় পথের শেষ......... মনে পড়ে লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো থোকা থোকা রুধির-পুষ্পিত কৃষ্ণচূড়াটি ঝিরি ঝিরি পাতায় আর রক্ত-রাঙা ফুলে ঢেউ তুলে মধুৎসবের বারতা দিয়ে যেতো,'ফাগুন এসেছে'; লাল পাপড়ির কার্পেটে পা ডোবানো বিকেলগুলো নেই। এখানে পাথুরে অহংকারের এক বিলাসী ভবন আছে বারান্দায় বাহারি বেতের চেয়ার বৈকালিক চায়ের আড্ডা ল'ভলিউমে রবীন্দ্র-বাণী, "এ পথে আমি-যে গেছি বার বার,ভুলিনি তো এক দিনও।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।