আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া



কালের সাক্ষী শত বর্ষী দাদুও পেল তার ঠিকানা সুতা ছিঁড়ে যে ঘুড়িটি হারিয়ে ছিল তাকেও খুঁজে নিল রাখাল ছেলে। দল বেধে পাড়ার ছেলেরা যে কিশোরির সম্ভ্রম ছিনিয়ে ছিল অবশেষে সেও খুঁজে নিল তার পথ। শুধু আমি, আমিই মন্ত্র মুগ্ধের মতো দর্ঘী সময় অবরুদ্ধ থাকলাম নস্টালজিয়ায়। উপলব্ধির দ্বারে শত আঘাতের চিহ্ন নিয়ে মিশে রইলাম কান্নার মিছিলে। -এই আমারই হলো না কোন পথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।