আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

০১। এলোমেলো ভাবনা এসে আমাকে তাড়িয়ে বেরায়। স্মৃতির জানালা দিয়ে উঁকি মারে কতো শতো হারিয়ে যাওয়া ক্ষন।

নিজেকে খুব অসহায় লাগে ওরকম সময়ে। মনে হয় কিযে এক শুন্যতা ঘিরে রাখে সবসময়। মনে হয় আর যেনো সপ্ন না দেখি কোন শুদ্তম জীবনের। কোন পরিপাটি সাজানো গোছানো মানবিক মুল্যবোধ সম্পন্ন জীবনের। ০২।

যে দুঃখ দেয় তাকেই কেন ভালোবাসে মানুষ বুঝি না? ০৩। তোমাদের আসন্ন বিবাহ বার্ষীকিতে এক আকাশ ভালোবাসা তোমাদের। ভালো থাকুক ভালোবাসারা ভালো থাকুক যুগল-দম্পতিরা ভালো থাকুক ঘাসফড়িং জোনাক পোকা, নির্জন রাত আর তোমরা থাকো শান্তিতে, শ্বস্তিতে পরম মমতায় হংস-মিথুনের মত আকড়ে ধরে পরস্পরকে...................। ২রা বৈশাখ ১৪১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।