আমাদের কথা খুঁজে নিন

   

নস্টালজিয়া



অনায়াসে পাড়ি দেই, ছুটে ছুটে ছুটে...... ঘাসফড়িং এর পাখা; রোদে কাটা ঘুড়ি দল আর দেহঘাম জুড়ে থাকা সোঁদা ঘ্রাণ মাঠ।। বুঝলেই আঁখি পাতা দেখি দেখি দেখি..... ঝলমলে নাগরিক খোলসের শব; ভিড়দলে একা কোন পায়েদলা ছায়া আর না ছোঁয়া স্বপ্নের শিশিরের কণা। চাইলেই মুছে ফেলি, ঘষে ঘষে ঘষে.... কবিতার খাতা থেকে জোছনার লাজ; চোখের মমতা ঢাকা মোহের চাদর আর হাতের কাঁপুনি থেকে অচ্ছ্যুত ছোঁয়া।। তবু......., পিছে রয়ে যাওয়া আমি, আমাকেই টানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।