এরা হলেন- দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম, তার দেহরক্ষী দোলোয়ার হোসেন এবং মান্দারী ইউনিয়নের মটুবী গ্রামের বাসিন্দা মোসলেহ উদ্দিন (৩০)।
দুপুরে উপজেলার আন্তারপুকুর পাড় ও মান্দারী বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি আলতাফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লাদেন ও বাবুল বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।
সংঘর্ষের ঘটনায় চার পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহত চার পুলিশ কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি জানান, পুলিশ প্রায় দুইশ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।
এছাড়াও ৭টি একনালা বন্দুক, ১টি বিদেশি রিভলবার, একটা কাটা বন্দুক ও ১০ রাউন্ড কার্তুস উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কাজী হেলাল উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে।
পুরো পরিস্থিতি জানার পর সংবাদকর্মীদের জানানো হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।