আমাদের কথা খুঁজে নিন

   

ক্রন্দন ভরে আছে শূণ্যতায়



দাউদ হায়দার হেঁটে যাচ্ছো কোন ইস্টিশনে? গূঢ় আয়োজনে নিশ্চিত যাবে?--আকাশে জমছে মেঘ, উঠেছে গর্জন হাতে নিবন্ত লন্ঠন, তবু যেতে হবে?--তোমার এ--পর্যটন কুন্ঠিত বাগানে নয়। সমস্ত শান্তির নিকেতন আপাতত দুয়াররহিত। বাজে কলরব, অকষ্মাৎ বৃষ্টিতে ভন্ডুল বসন্ত উৎসব। উৎসবে গিয়েছিলে কাল? কার উৎসব?--দেবতার-না-কি মানুষের?--সমস্ত সকাল বর্ষণ মুখরিত ছিল। তোমার ভূমন্ডলে, নিজের ভূমন্ডলে একা পেয়েছ কি প্রকৃতির দেখা? --যেতে হবে?--কদ্দুর, কোথায়? বাজে বাঁশি বহুদুর, শোনা যায় মানুষের ক্রন্দন; উৎস থেকে মোহনায় ভ'রে আছে গাঢ় শূণ্যতায়। ১১.০৮.৮৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।