আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বরের প্রতি ক্রন্দন

সন্দেহে আছি সত্য

যে কোনো ভালোবাসা উপাদেয় হতে পারে যদি তা হয় পানীয়ের মতো ঝাঁঝালো অবধারিতভাবে দেহজ কামের সাঁকো সে গড়ে নেবে শ্যামল গাঁয়ের দুধারে যে ব্যাপ্তি বাদামের খোসার মতো খুব সহজে ভেঙে ফেলা যায় যা আখরোটও নয় যাকে যা বলে জানি নাম দেই তার হত ভাগ্য যে সেই নামের ঘানি তাকে টানতে হয় অনবরত মাসিকের কাপড়ের মতো তা সুস্থির সমস্ত সৌজন্যকে উপেক্ষা করবে এমন সাহস তার কোথায়? যখন তোমাদের দেখি কামজ আঘ্রাণ থাকে তোমাদের শরীরে সত্য তথাপি মৃত্যুময় স্নেহের লোভ বিলাসি হরিণির মতো বাঘের থাবা থেকে বাঁচবার জন্যে অবিরাম ছোটাছুটি সহ্য হবে কি এই তাণ্ডব সময়ে? তোমার চোখ তোমাদের চোখ চুমু খাবার পাত্র ছাড়া আর কি? বিজ্ঞান একটি ধ্রুপদী অন্ধকারকে আলো দিতে চাইছে তার টেবিলে তুমি তোমরা অযথাই ভিড় জমাচ্ছো মাছিদের হয়ে রাতকানা সময় সেখানে কেবলি হিমশিম খাচ্ছে ধরতে দাও ধরে ফেলবো বললেই ধরতে দিও না এমনকি ভালোবাসার মুখরোচক কথার ভিড়েও নয় এই তাবৎ সন্দেহের কবর রচনার জন্য পর্যাপ্ত মৃত্তিকা প্রয়োজন আমার অবশ্য এই দুর্ভিক্ষে এই জন্মান্তরিত মহামারীতে এক মুঠো অন্তত এক মুঠো মাটি হলেও চলবে কেউ দেবে- আছে কি তেমন কোনো যোগ্য পার্থিবা? ১২.০৫.০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।