আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্তিকার ক্রন্দন

মশিউর রহমান অনিয়মের প্যাঁচে নিয়ম বহু আগেই তন্দ্রাচ্ছন্ন চাওয়া পাওয়া মানবিকতাহীন অজাত বন্য অজানা শঙ্কায় বিবহল প্রতি মুহুর্তে অশান্তি উল্লাস করে শান্তির আবর্তে যে যার মত ব্যাক্তি কেন্দ্রিক মোহমুগ্ধ সামগ্রীকতা ভোগীদের জাঁতাকলে দগ্ধ অযাচিত দৃশ্যমান সারা বিশ্বময় নগর উপনিবেশে গ্রাম শোষিত হয় কাকদের ভীড়ে ময়ূরের ছন্দপতন চৈতালী হাওয়ায় বাজে মৃত্তিকার ক্রন্দন মিতালী হাওয়াতে-ও নাই সোনালী বার্তা সেখানে প্রভুত্ব করে পাশবিক বর্বরতা । কুন্ডলীকায় যায়না চেনা শকূন না ঘুড়ি আশান্বিত স্বপ্ন দেখে তারপরে-ও স্বপ্নচারী। ----মশিউর রহমান (নীলকমল)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।