ধর্ম যার যার , বাংলাদেশ সবার
কিছু দিন আগে বা কয়েকবছর আগে ঢাকা শহরের দেয়ালে -দেয়ালে দেখা যেত আমার শিরোনাম টি । আসলে যেই লিখুক না কেন......ভাত শব্দটি উচ্চারন করলেই একটা শান্তির ছাযা নেমে আসে বাঙালীর মনে । কথায় বলে মাছে ভাতে বাঙালী । অনেক কে দেখেছি চীনে রেস্তোরায় (চায়নীজ) খাবার খেয়ে ও অল্প হলেও কিছু পরিমানে ভাত খেয়ে নিতে । ভাত ছাড়া নাকি বাঙালীর ঘুম ঠিকঠাক হয় না ।
তাইতো আজ চালের দাম ৪০-৫০ টাকা করে কিলো। চালনিয়ে গড়ে উঠেছে অনেক ধরনের সিন্ডিকেট । সেদিন উত্তর বঙ্গের বগুড়াতে এক পুরোনো বন্ধুর সাথে দেখা করতে গেলাম । ও সরকারী চাকরী করে উপজেলা পরিষদে , তারপর ও ভাতের (চালের) ব্যবসা করে আপতকালীন সরকারের সময় মাত্র তিন মাসে ৫.৫০ লক্ষ টাকা অনিয়মতি মুনাফা করেছিলো । আমি বিশ্বাস করতাম না যে কোন সিন্ডিকেট আছে ।
কিন্ত উত্তর-দক্ষিন ঘুরে জানতে পেরেছি আসলে সিন্ডিকেট আছে । এবং শক্তি শালী । তাই আসুন সবাই কে বলি......ভাত এর বিকল্প আটা ময়দা বা অন্য কিছু অভ্যেস করি । তা না হলে আপনার .....বাড়ী ভাড়া আরে চালের খরচ বাদ দিলে কিছুই থাকবেনা । আমি এক সময় ৩/৪ টাকা করে চাল কিনেছি ...এখন কিনছি ৪০/৪৫ টাকায় তাই দু'বেলা রুটি আর একবেলা ভাত খাচ্ছি ।
আমার মা আমাকে বলে...তোর মত সবাই যদি এরকম মুখ ঘুরিয়ে নিত......তাহলে কৃত্রিম ভাবে কোন কিছুর দাম কেউ বাড়াতে পারতো না । কোলকাতা তে দেখেছি.......১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধি পেলে কী প্রতিবাদ হয় । আমারা বোধ হয় একটু বেশী শান্তি প্রিয়..................নাকী অন্য কিছু .......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।