সারা দেশে এক হাজার কারা বন্দিকে মুক্তি দেয়ার সরকারী সিদ্ধান্তের অংশ হিসাবে টাঙ্গাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামীকে মুক্তি দেয়া হয়েছে।
টাঙ্গাইল জেলা কারাগার কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় দন্ডপ্রাপ্ত ঐ আসামীদের মুক্তি দেয়। মুক্তি প্রাপ্তরা হলো- কালিহাতি উপজেলার বল্লা গ্রামের নুরে আলম, রামপুরা গ্রামের লেবু মিয়া ও ভুয়াপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল বারেক। এরা সকলেই হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। দীর্ঘ ২২ বছর ধরে তিনজনেই সাজাভোগ করছিল। টাঙ্গাইল জেলা কারাগারের জেলার বিকাশ রাইহান, ডিপুটি জেলার আবু সাদাত ও প্রধান কারারক্ষী খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।