সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া এক নাৎসি যুদ্ধাপরাধ বিরোধী উচ্চকন্ঠ সৈনিকের নাম সাইমন ভিসেনথাল, জীবনের শেষ দিন পর্যন্ত যিনি নাৎসি যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার জন্য এককভাবে তাদের নৃশংসতার বিভিন্ন তথ্য ও দলিল সংগ্রহে লড়াই চালিয়ে গেছেন। জীবিতাবস্থায় ১১০০ নাৎসি যুদ্ধপরাধীকে বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছিলেন তিনি।
আগামী মাসের ২০ তারিখে এই মহান সৈনিকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ৭১ এর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার সেই মহিয়ষী জাহানারা ইমামকে আমরা অকালে হারিয়েছি। একজন বাঙালী ভিসেনথাল-এর আজ আমাদের তাই খুব বেশী প্রয়োজন।
সশ্রদ্ধ চিত্তে তোমাকে স্মরণ করি, সাইমন!
এই মহান মানবতাবাদী সৈনিক সম্পর্কে জানতে নীচের লিঙ্কগুলো দেওয়া হলো:
সাইমন ভিসেনথাল ১
সাইমন ভিসেনথাল ২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।