রক্তের অভাবে আর কাউকে মরতে দেব না....
কাঁঠাল পাতারও সৌরভ প্রেমে
মুচকি মুচকি হেসে,
বয়স্ক ছাগু গেয়ে ওঠে গান
সুরে ভেসে ভেসে।
সবুজ ঘাস ফেলে ছুটে আসে সে
কাঁঠাল গাছের তলায়,
ডিবির গাড়িটা দাঁড়িয়ে দেখে হায়
সঙ্গিরা সব পালায়।
একলা ছাগুটা গাড়িতে চড়ে
যায় যে মামুর বাড়ি,
থেরাপী জলে জগত তাহার
লয় যে চির আড়ি।
মগবাজারের সেই দিনগুলো
স্মৃতি যে হলো সব,
গরম ডিম আলোড়ন তোলে
বিভৎস কলোরব।
এক এক করে গল্পের মতো
বলতে করে শুরু,
মগবাজারের আড্ডা গুলোয়
সে ই ছিল গুরু।
কতদিন কত শত প্ল্যান প্রোগ্রাম
কত অপারেশন,
করেছে ছাগু বলতে বলতে হায়
ভেঙে যায় ছাগুমন।
চলিবেক....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।