আমাদের কথা খুঁজে নিন

   

একজন বয়স্ক ভদ্রলোকের জন্মদিন

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

যখন আশকা সিরিজ লিখছিলাম তখন আমি শামীমকে একটা কাজের মেয়ের রোল দিয়েছিলাম যে আশকার বিয়েতে ৩টা ভিম বার চুরি করেছিল। সে হিসেবে একটা চরুনীকে অবশ্যই তুই করে বলা আমার উচিত ছিল। আমি তুই করে বললাম কারণ আমি জানতাম এই ছেলে আমার থেকে বেশ ছোট। কিন্তু সে নিজেকে সসবসময় বড় ভাবতে ভালবাসে। যেমন কয়েকটা উদাহরণ দিই সে হনুলুলুর সাথে একদিন ফোনে কথা বলে আমাকে বলছে জানিস আজকে ওর সাথে কথা বললাম।

আমি বললাম উনি কতবড়? সে বলে আরে পুচকি মানে একদম ছোট। আমি বলি কত ছোট? সে তা বলতে পারে না। পরে হনুলুলুর ফেসইসবুক প্রোফাইলে দেখলাম সে শামীমের বড় যদিও আমার থেকে ছোট। এরপর আসলো তামিমের কথা একদিন, এই ছেলেটা অধিক ভদ্র, যদিও আমি এসএসসি দেয়া হিসেবে ধরলে জুনিয়র হই কিন্তু সে আমাকে অনেক শ্রদ্ধা করে আউলাদি ডাকে, বড়ই ভাললাগে এর সম্পর্কেও শামীমের মতামত সে পুচকি। তারপর লালু ভাই (রন্টি চৌধুরী) যে কিনা একজন বয়স্ক ভদ্রলোক তাকে শ্রদ্ধা করে বাচ্চারা(তামিম, হনুলুলু) নানাও ডাকে, তাকেও শামীম বলে, বাচ্চা ছেলে!! তো যে কথা বলছিলাম শামীম আমাকে তার থেকে ছোট ভাবতো একদিন ম্যাসেঞ্জারে কথা হল শামীমের সাথে।

শামীম জানলো আমি ওর অনেক সিনিয়র। এইবার বেচারা শরমিন্দা, ব্যাপক শরমিন্দা যেহেতু আমি একজন ভালমানুষ এবং মানুষকে পচাতে ভালবাসি না তাই আমি তাকে লজ্জার হাত থেকে বাচানোর জন্য বললাম ঠিকাছে তুই তুইতোকারি কর কোন সমস্যা নাই। এই স্বঘোষিত বয়স্ক ভদ্রলোক শামীমের কালকে জন্মদিন। যাক অন্তত তার শখের বয়স ১ বছর বাড়ছে। আজকে টিভিতে গুলশান এভিনিউ দেখলাম আর বার বার ঘুরে ফিরে নায়িকা সামিয়াকে দেখে শামীমের কথা মনে পড়ছিল।

ওই মেয়েটাও না শামীমের মত....কোনদিন গ্যাসের চুলা জ্বালায় নি। সবার সাথে এত ভাল সম্পর্ক সামিয়ার ঠিক শামীমের মত তবে একটা কথা না বললেই না ছোট হলেও শামীম সবার যেভাবে খোজখবর নেয় তা সত্যিই প্রশংসনীয়। খুব ভাল লাগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.