আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগের ছাগল আমারে কয় পাগল

্‌আমার নিজস্ব একটা কষ্ট আছে,আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসেনা শাহাবাগ নিয়ে আমি আমার স্বাধীন মত কেন প্রকাশ করতে পারব না?শাহাবাগীরাই তো কয় বাক স্বাধীনতার কথা। বাক স্বাধীনতার কথা বলে তারাই তো নাস্তিক ব্লগারদের মূক্তি চাই। আবার যেই তাদের বিপক্ষে কেও কথা বলে অমনি তারা তাকে ছাগু বলে গাল দেয়। তোমরা বাক স্বাধীনতার কথা বলে নাস্তিকতা করতে পার আর তোমাদের বিরুদ্ধে কেও কিছু না বলে আঙ্গুল চুসবে এটা ভাবলে তোমরা ভুল করবে। যুদ্ধাপরাধীদের বিচার সবাই চাই।

কিন্তু এই একটা বিষয় নিয়ে আর কত দিন চালাইবা। দেশে আরও অনেক বড় বড় বিষয় আছে যা নিয়েও গনজাগরন খুবই দরকার। সে গুলো নিয়েও একটু ভাবেন। শাহাবাগ ও যে কারও ছত্র ছায়াই চালিত এটা পাবলিক অনেক আগেই বুঝে গেছে। তাই আর ঢং না করে শাহাবাগীরা রাস্তা মাপেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.