দুর্বার প্রতিক
আমি আজ পর্যন্ত শাহবাগে অবস্থানরত ব্যাক্তিদের কোনদিন ধন্যবাদ জানায়নি , তবে আজকে আমার অন্তরের অন্তস্থল থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করব :- বিগত ১০ মাসে, এই শাহবাগ আমাকে ইসলামের আরো কাছে নিয়ে এসেছে , ইসলামকে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিয়েছে, যাদেরকে দেখলে অন্তর প্রশান্ত হয় তাদেরকে পরিচিত করিয়েছে, অদৃশ্যমান জ্ঞানকে উন্মুক্ত করে আমার অন্তরকে প্রসস্থ করেছে, আমার জীবনের লক্ষ্য বুঝিয়েছে আর ক্ষিনস্থায়ী হতে চিরস্থায়ী এর দিকে ধাবিত করেছে ।
আজ পর্যন্ত রাজনীতির পক্ষে বলা কথাগুলোতে আমার অন্তর সর্বদা বিচলিত থেকেছে, অথচ "ইসলামের বাণী" প্রকাশে অন্যের প্রতি তৈরী করেছে সম্মান :- তবে "অত্যাচারী শাসকের ও প্রতিটা অনাচারের বিরুদ্ধে কথা বলা" সবচেয়ে বড় জিহাদ যা দল বল নির্বিশেষে প্রতিটা মুসলমানের দায় ও দায়িত্ব , যা এড়িয়ে যাবারও কোনো সুযোগ নেই ।
"রাজনীতিতে বিশ্বাস" মানুষকে পক্ষপাতদুষ্ট করতে পারে, তবে ইসলাম যেকোনো ধর্ম-সংস্কৃতি নির্বিশেষে প্রতিটি মানুষের মাঝে তৈরী করে সাম্যতা :- ইসলামে কোনো মানুষকে খাটো করে দেখবার সুযোগ নেই বিধায় ৫৭ হাজার বর্গমাইল থেকে শুরু করে ১৯৭ মিলিয়ন বর্গমাইল এর সাথে অন্তর কে জুড়িয়ে দিয়েছে, উর্ধ্ব গগনে যতদুর চোখ যায় সেগুলোকে নিয়ে ভাবার সুযোগ করে দিয়েছে, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যদি "লবিং করে নিজের সাথে দুই একটারে লই ওপারের ভিসা" পাওয়া যায় !!
আল্লাহর কাছে একটাই প্রার্থনা :- তুমি, আমাকে ও আমার পরিবারকে রহম করো , হেদায়াত দাও তাদেরকে যারা অন্তরকে অন্যের জন্য উন্মুক্ত করে রাখে । (আমীন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।