আমাদের কথা খুঁজে নিন

   

জোড়া মুখী

কবি হওয়ার ভান করি, উদাস হই; ভালোবাসার মাহাত্ব খূঁজি

রাশেদুল হাসান তোমার নিঃশ্বাসের উষ্ণতায় যে অনভূতির জন্ম ঝরে পড়া লোমের ঝংকারে উৎপন্ন কম্পন হৃদপিন্ডের প্রতিটি স্পন্দন; কর্ণ-চক্ষে যে প্রতিধ্বনির ঝড় তোলে বিধ্বস্ত আমি আবেগের ঝড়ে। তোমার হাসির শব্দে উৎপন্ন রাগ নৃত্যরত বুকের জোড়া মুখী; খেপা করে নুনতে ঘ্রান। কান্নাশ্র“র আঘাতে ক্ষত-বিক্ষত বক্ষজমিন লোনা সমুদ্র শুষ্ক কাঠ! বিষণœতা গিলে খাচ্ছে সবুজ অরণ্য। ধুমায়িত কাপ নিস্কৃতি পায় সবিতার রূপের জলে; আকাশের ঠোঁট নীলাম্বরে মুছকি হাসে পাবার নেশায় উন্মত্ত মাতাল অস্থির মধুকর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।