স্বাগতম! ঘুম
ঘুমকে রাখি যত্ন করে, মাথার আর
এক পাশে।
তোমার কাছে আসব; বলি, মনটা
যখন আসে।
তার পরে খুব দেরি হল, তাইতো
ঘুমের রাগ।
যখন আমি ওর কাছে যাই, সে বলে
ভাগ ভাগ।
শেষ রাতে কাল ঘুম এলোনা, তখন
আমি বুঝি।
ওর বিরহে ক্লান্ত যে হই, ওকেই
আমি খুঁজি।
নীরবতা
মাঝেমাঝে চুপিচুপি বন্ধু সে আসে। ওর সাথে
ঘুরি ফিরি মনের আকাশে।
সিল্কের হাওয়া যেন নরমনরম। চায়ের সুঘ্রাণ
যেন গরমগরম!
কবিতার মত শুধু দূরেদূরে থাকে।
যত কাছে
ডাকি তত মুখ ঢেকে রাখে।
আদরআদর যেন ভালোবাসা ঠিক। ওর মাঝে
ডুবে গিয়ে ভুলি চারিদিক।
কাজ নেই লাজ নেই ভাবনারো ছুটি। ঘুম ভুলে
মন খুলে খেলা করি দুটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।