শুকিয়ে যাওয়া একটি পাতা শিশিরে যখন ভিজে যায় তাঁর অনুভূতি আবেগ উচ্ছ্বাস খুব জানতে ইচ্ছে করে। শুকিয়ে যাওয়া একটি নদী জলের স্রোতে গা ভাসিয়ে হাঁসতে হাঁসতে বইতে থাকে আপন অনুভুতির জোয়ারে তাঁর সবটুকু সুখ আমার ও পেতে ইচ্ছে করে। শুকিয়ে যাওয়া একটি শিশু খুদার জ্বালায় জলে পুড়ে গোগ্রাসে গিলতে থাকা কল্পনাতে একথালা ভাত। তাঁর সবটুকু খাবারের সুখ কখনো পাবো না , তাঁর মত খুদার্ত হতে পারবো না তুমি আর আমি। শুকিয়ে যাওয়া একটি সম্পর্ক সুপ্ত থেকে যেতে চায় যখন তোমার ভেতরের জাগ্রত ভালোবাসা দিয়ে যাও অনবরত ভালোবাসার সবটুকু অনুভূতি নিয়ে শুকিয়ে যাওয়া ভালোবাসারাও একদিন জেগে উঠবে। আমার ও দেখতে ইচ্ছে করে আমার ও পেতে ইচ্ছে করে পৃথিবীময় ভালোবাসায় বেঁচে থাকার স্বাদ গন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।