ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
একটা গবেষনা পত্র লিখছি কদিন ধরে। তাই মাথার মধ্যে ঘুরঘুর করছে বিষয় গুলো। অনেকটা পরিত্রান পাবার আশায় লিখছি এখানে।
আমেরিকায় আর্মিদের একটা রিসর্াচ অফিস আছে। সেখানের একটা এজুকেশনাল প্রজেক্টে আমি কাজ করি।
যুদ্ধে আর্মিদের সাথে খুব সীমিত ক্ষমতার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থাকে। সেটা দিয়ে ছোট খাট যন্ত্রপাতি যেমন ট্যাঙ্কের কোন পার্টস ভেঙ্গে গেলে নতুন করে বানানো হয়। কিন্তু সত্যিকারের পার্টসের জন্য যেসমস্ত পদ্ধতি ব্যবহার করা হয়েছিল সেটা যুদ্ধের ময়দানে মিলবে কোথা থেকে? তাই পার্টসটা কাজ চলবে কিন্তু সেখানকার মেশিনে তৈরী করাও সহজ হবে এমনভাবে রি-ডিজাইন করা হয়।
এইযে পুরোনো পার্ট, সেই সাথে সীমিত ম্যানুফ্যাকচারীং ক্ষমতা তার সাপেক্ষে নতুন করে ডিজাইন করা এই কাজটাই আমরা অটোম্যাট করতে চাচ্ছি। [link|http://www.somewhereinblog.net/mahbubblog/post/9918|GUv wb
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।