আমাদের কথা খুঁজে নিন

   

শুকনো দিন রাত্রী

চলো আবার সবুজ গড়ি
কিছু একটা হাড়িয়ে গেছে আমাদের শুকিয়ে যাওয়া দিন রাতের অবকাশে। ফাঁসির কুতসিত বাদামী রশির ফাঁসে প্রতিবেশীর প্রেমিকেরা হলদে দাঁতের ফাঁকে ট্রানজিট বুকে নিয়ে হাসে। এরপর মিটারে বেড়ে যায় ডিমের দাম। শুনেছি যা তবু ভাবি ভুল বুঝি পাইনি বাজারে দশ টাকায় চাল আরো কত কিছু প্রতিদিন নির্বাক খুঁজি... দেখে যাই মানবাধীকারের মহা বুলি হাঁকা মরিচা, মরিচিকা মরূসম ফাকা। ধমনি ছিঁড়ে রক্তিম কপতের তাপড়াতে থাকা। কালো লৌহ শিকে আবদ্ধ কোমলতা হিংস্রতার উন্মাদে ঢাকা শান্ত শান্তির চাকা। এর পর গোঁ গোঁ করে ঘুড়ে ঘুড়ে থেমে যায় থেমে যায় মাথার উপরে বৈদ্যতিক পাখা। জীবনের রেখা আঁকা বাঁকা... ঢেকে যায় সব আলো— বিপুল আশির্বাদ নিয়ে নেমে আসে লোডশেডিং এর ব্লাক হোল। দেখি চারিদিকে কালো রঙ আঁকা...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।