আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : নাটকের পর এবার ভোটযুদ্ধে জিততে চান সোহেল খান

গভীর কিছু শেখার আছে ....

এনটিভিতে প্রতি শনি ও রবিবার প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক "গ্র্যাজুয়েট"। নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সোহেল খান। সম্প্রতি কথা হলো তার সঙ্গে- "গ্র্যাজুয়েট" নাটকে আপনার চরিত্রটি কি? "গ্র্যাজুয়েট" নাটকে আমার চরিত্রটি বেশ ফানি। একজন কেয়ারটেকার যে বাড়িওয়ালার অনুপস্থিতিতে নিজেকে বাড়িওয়ালা হিসেবে সবার কাছে পরিচয় দেয়। বাড়ির সবার সাথে তার খুনসুঁটি লেগেই থাকে।

নাটকের রেসপন্স কেমন পাচ্ছেন? নাটকটি ইতোমধ্যে ৫০তম পর্ব পার করেছে। হাস্যরসাত্মক হওয়ায় নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়া আর কি কি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে? এনটিভি'র গ্র্যাজুয়েটসহ মোট ৭টি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। এগুলো হলো চ্যানেল আইতে 'চৈতা পাগল', এটিএন বাংলায় 'আমাদের সংসার', বাংলাভিশনে 'ফিফটি ফিফটি', আরটিভিতে 'ম্যানপাওয়ার', 'পড়শিবাড়ি', 'শিয়াল পন্ডিত' ও বৈশাখী টিভিতে একটি ধারাবাহিক নাটক বর্তমানে প্রচারিত হচ্ছে। ঈদের জন্য কি কি নাটক করলেন? ঈদের জন্য ডজনখানেকের বেশি নাটকে কাজ করেছি।

কিন্তু কোন্গুলো ঈদে প্রচারিত হবে তা পরিচালকই ভাল বলতে পারবেন। আর ঈদের আগে আরও কিছু নাটকে কাজ করব। নতুন কোন ধারাবাহিকে কাজ করেছেন? সম্প্রতি আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় 'হাওয়াই মিঠাই' নাটকে অভিনয় করেছি। সাধারণত ফারম্নকীর ভাই-ব্রাদার গ্রম্নপে স্ক্রিপ্ট ছাড়া কাজ করি বলে এ নাটকে স্ক্রিপ্ট বেজড অভিনয় করতে একটু কষ্ট করতে হয়েছে। তবে নাটকটিতে অভিনয় ভাল হয়েছে বলে অন্যরা বলেছে।

নাটক পরিচালনায় আসছেন কবে? শীঘ্র চ্যানেল আইয়ের জন্য 'ভান্ডারী' নামের একটি নাটক পরিচালনা শুরম্ন করব। নিজের স্ক্রিপ্টে লেখা নাটকটিতে অভিনয়ও করব আমি। সিনেমার খবর কি? মোসত্মফা কামাল রাজের 'প্রজাপতি' ও নোমান রবিনের 'কমন জেঞ্জার' সিনেমা দুটিতে অভিনয় করেছি। ভাল অফার পেলে আরও সিনেমাতে অভিনয় করব। নির্বাচন করবেন শুনলাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন।

ধামরাইয়ে আমার এলাকায় সামনে ইউপি নির্বাচন করব। নাটকের যুদ্ধে জয়ী হয়ে এবার ভোটের যুদ্ধে জিততে চাই। [দৈনিক জনকন্ঠে প্রকাশিত]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।