বুক ভেঙে গেলো বলতে। তারপরও যে বলতে হলো। আমি চাইনি, বিশ্বাস করো আমি চাইনি এভাবে বলতে। কিন্তু আমাকে বলতে হলো। আমি যা চেয়েছি তার উল্টোটাই বলেছি।
কেনো বলেছি তা তো আমি এখন বলতে পারবো না! শুধু এটুকু জানি যে আমাকে এখন জ্বলতে হবে অনেকটা সময় ধরে। নিজে নিজে আমি এখন ভাববো আর ভাববো। তোমাকে কেনো বললাম?
তুমি কেনো আমাকে বুঝতে পারছো না। তুমি শুধু একবার জোর দিয়ে বলো, দেখো আমি আর তোমাকে ফেরাতে পারবো না। তবে সেদিন কেনো তুমি চলে গিয়েছো! আমাকো চাওনি বলে নাকি আমার সময়টা খারাপ যাচ্ছিলো বলে।
জানি আমারও দোষ ছিলো। কিন্তু সবশেষে তো আমি চেয়েছি। তুমি যে কেনো গুটিয়ে নিলে নিজেকে সে সময়! তুমিও বুঝতে পেরেছো নিশ্চয়ই, পস্তাতে হবে তোমাকে।
আমাদের না লেখা গল্পটা আর কোনদিনও লেখা হবে না। সৌমিকে দেখা হবে না কোনদিনই।
তবে অনুভ‚তিগুলো বেঁচে থাকবে। ভালো থেকো তুমি তোমার জীবনে, কামনা করি আন্তরিকভাবেই। জানি আমিও কষ্টে থাকবো তোমাকে ছেড়ে। কিন্তু আমি আমার এই কষ্ট সঙ্গে নিয়ে চলতে শিখেছি। তাই আমি জানি আমি পারবো চলতে।
ভালো থেকো তুমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।