আমাদের কথা খুঁজে নিন

   

মতিউর রহমান মল্লিক স্মরণে



তিনি চলে গেছেন । চলে গেছেন ওপারের সুন্দর ভূবনে । কবি মতিউর রহমান মল্লিক আর কখনো লিখবেন না । গাইবেন না সুরের অমীয় ঝর্ণাধারা । তার হৃদয় তন্ত্রীতে আর বাজবেনা স্বদেশ আর ইসলামের জন্য কষ্টের স্বরলিপি ।

অসুস্থ ছিলেন দীর্ঘদিন । মাঝখানে সিঙ্গাপুর নেয়া হয়েছিল । হিতাকাংখীরা ভাবছিলেন এ যাত্রা হয়তো সুস্থ হয়ে উঠবেন তিনি । সারা বিশ্বে লাখো ভক্ত আবার তাকে সুস্থ দেখার প্রহর গুণছিলেন । কিন্তু তিনি আর সুস্থ হলেন না ।

চলে গেলেন রহমানুর রাহীমের দরজায় । রাজনীতি করতেন জামাতের সাথে । ভাবতেন মুক্তির পথ এটাই । লিখতেন ইসলাম এবং দেশকে নিয়ে । অসংখ্য কবিতা এবং গানে তিনি এদেশের বহু তরুণের মনে জাগিয়েছিলেন ইসলাম এবং স্বদেশপ্রীতি ।

জীবনের মত মৃত্যুও তার কবিতা এবং গানে এসেছে ঘুরেফিরে । একটি কবিতায় তিনি লিখেছেন- "জীবনের মত মৃত্যু কামনা করি । বেঁচে রবো আমি ইতিহাস ভালবেসে । অমরত্বের মিনার কিছুটা গড়ি কবিতার মত উদার তেপান্তরে । " স্টুডিও ছাড়াই একটা গানের ক্যাসেট রেকর্ড করেছিলেন ।

নাম ছিল প্রতিতী । গানের ফাঁকে ফাঁকে শোনা যেত রিক্সার টুনটুন । হাতুড়ির ঠকঠক । সেটাই বোধহয় শিবিরের প্রথম কোন গানের ক্যাসেট । একটা গান ছিল এরকম- "পৃথিবী আমার আসল ঠিকানা নয় ।

মরণ একদিন মুছে দিবে সকল রঙিণ পরিচয় । " সত্যিই মরণ তাকে কেড়ে নিল । তাই বলে তার সকল পরিচয় মুছে যাবে ? হারিয়ে যাবেন তিনি "উধাও কালের খামে ?" এই যে আমি, তার পথে না হাঁটলেও বুকে বড় ব্যথা নিয়ে স্মরণ করছি তাকে । আমাদের মত হাজারো ভক্তের মনে তিনি বেঁচে রবেন চিরকাল । হাজারো অমানুষের ভিড়ে একজন সত্যিকারের মানুষ ।

মিনার কবিতায় তিনি লিখেছেন - "যদি কিছু পাই পাথেয় কালের স্রোতে - সোনা দিয়ে মুড়ি যতটুকু পারা যায়। আমার মনের সুখ ও বেদনা সবই জীবনের মত মৃত্যুরও জয় গায় । আমিতো পালাব উধাও ধুসর রাতে বাঁচার দলিল বেঁচে রবে প্রাণে প্রাণে । " তিনি চলে গেলেও তার অসংখ্য গান ও কবিতায় তিনি বেঁচে রবেন আমাদের মাঝে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.