মোহামেডান স্পোর্টিং ক্লাব ও একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনালে স্ত্রী ফারহানা হোসেন রুমির দায়ের করা যৌতুকের জন্য নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে মতিউর মুন্না সোমবার জামিনের আবেদন করেন।
বিশেষ ট্রাইবুনাল-৪ এর বিচারক আরিফুর রহমান বাদী ও আসামী পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে মতিউর মুন্নার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ জানুয়ারি মুন্নার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় মামলা করতে যান তার স্ত্রী ফারহানা। মোহাম্মদপুর থানা মামলা না নেয়ায় আদালতে মামলা দায়ের করেন তিনি।
মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেন বলেন, “যত দূর জেনেছি মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।