আমাদের কথা খুঁজে নিন

   

মতিউর রহ্‌মান এর উপলব্ধি

সভ্যতার প্রান্তে দাঁড়িয়ে পিছু ফিরে চলেছি

আমি প্রথম আলো পড়ি। বর্তমান সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান যিনি দির্ঘদিন সাপ্তাহিক একতার কান্ডারি ছিলেন। সমানে সমালোচনা করেছেন বিরাষ্ট্রিকরনের আর সেগুলো পরে অনুপ্রানিত হত মানুষের বিপ্লবি মন! মতিউর সাহেব একজন আদর্শ উদাহরন কিভাবে সমাজে বুর্জোয়া সৃষ্টি হয়, তার উত্থান ছপিয়ে যায় অন্য পল্টিবাজ বামদের কেও। মতিউর সাহেব আজ তার সম্পাদকিয় তে যেভাবে নয়া শীল্পনীতি সম্পর্কে বললেন তাতে মনে হলো বিশ্বব্যাঙ্ক এর কোন নসিহত শুনছি। কিভাবে তার বদ্ধমুল ধারনা হল সরকারিকরন শুধু লোকসান ই ডেকে আনে? আর কোন শিল্পকারখানা বেসরকারিকরন হবেনা শুনে তাকে খুব হতাশ মনে হলো। তার মনে কি শংসয় যে তার প্রথম আলোকেও সরকারিকরন করা হবে? তিনি যেভাবে সরকারি ব্যাঙ্ক গুলো সম্পর্কে আলোচনা করলেন তাতে মনে হল public private partnership পুরো অজ্ঞ একজন ব্যাক্তি। বেসরকারিকরনের ফল হাতে কলমে পাবার পরেও তার এধরনের মন্ত্যব্য হতাশাকে কেবল দির্ঘায়িত ই করবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.