আমার মৃত্যু একদিন
শৈবালের সঙ্গ গ্রহণে ব্যস্ত
নীল প্রান্ত ছোঁয়ানো সে মৃত্যু
পৃথিবীকে দেবে না কোন সান্ত্বনা।
আমার মৃত্যু পান্থশালার উচ্ছিষ্ঠ
কালো কাকের ঠোঁটে বিপুল উৎসাহ,
পৃথিবী নিঃশেষ হবে
তার নিঃশ্বাসে- প্রশ্বাসে।
যেখানে শর্ষ্যের ফুলে ভ্রমরের গান
সেখানে আমার মৃত্যু
ঝড়ের মুখে এক ফোঁটা জল,
কালো সে মৃত্যু কুয়াশার মত
নিঃশব্দ তটিনীর উচ্ছ্বাসে।
অন্তর ফুড়ানো একটি অপ্সরীর হাহাকার।
আমার মৃত্যু হবে না কারো উপাসনা
আমার মৃত্যু হবে না কারো সান্ত্বনা
আমার মৃত্যু যেন শেয়ালের হাঁক
আমার মৃত্যু যেন মরা নদীর বাঁক
আমার মৃত্যু যেন বুড়ো দাঁড়কাক
আমার মৃত্যু যেন একসারি
পাতাহীন মুড়ো তালগাছ।
ব্যাঙের ছাতার তলে সে মৃত্যু
থাকবে জড়োসড়ো।
আমার মৃত্যু হবে না কারো
অঞ্জলীর অর্ঘ্য,
আমার মৃত্যু শুধু হবে মলিন
স্বপ্নলোকের বিহবলতায়।
আমার মৃত্যু হবে শুধু মূল্যহীন
আমার মৃত্যু হবে নিরাশায় বিলীন
আমার মৃত্যু হবে দুঃখের প্রলাপ
আমার মৃত্যু হবে বিধাতার অপাংতেয় সংলাপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।