আমাদের কথা খুঁজে নিন

   

সুমনা হক : বাংলার জিঙ্গেল কুইন

মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
এই পোস্টটাকে বলা যেতে পারে একজন ফ্যানের পাগলামী। এই ফ্যানকে আবার সিলিং ফ্যান, টেবিল ফ্যান অথবা কুলিং ফ্যান ভেবে বসবেন না যেনো। এই ফ্যান হলো এমন প্রজাতির চিজ যাদের আপনার মতো চোখ, কান, হাত, পা সব কিছুই আছে কিন্তু পার্থক্য হলো তাদের মস্তিস্কে এক ধরনের পোকা থাকে যা স্বাভাবিক মানুষের থাকে না। যা বলছিলাম, আমি যে মহতরমার ফ্যান তিনি হলেন "সুমনা হক" । এক সময়ের দেশের জিঙ্গেল কুইন বলা যেতে পারে তাকে। তিনি চারু কলাতে স্নাতক ডিগ্রী অর্জন করেও সুনাম অর্জন করেছেন তার চিত্র শিল্প দিয়ে নয়, কন্ঠ শিল্প দিয়ে। তার কিছু ভিডিও গান দেখি চলুন: উভয় গান দেখার চেয়ে শোনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারন ভিডিও দেখলে মনে হয় তার মনে হয় গান গাই তে কষ্ট হচ্ছে। তবে আসুন তার কিছু অডিও এ্যলবাম শুনি : মিউজিক ডট কম ডট বিডি থেকে এইম রাজ ডট কমে দুটি এ্যালবাম ডিজিটাল নিউজ কাটিং: প্রথম-আলো ১১ই ফেব্রুয়ারী ২০১০ কালের কন্ঠ ১০ই ফেব্রুয়ারী ২০১০ বাংলার চোখ ১১ই ফেব্রুয়ারী ২০১০ আমার যেমন শুভ্রদেবের নাকি সুরি গান অপছন্দ তেমনি অনেকেরই এই মহতরমার গান অপছন্দ হতে পারে, (আমার স্ত্রী'রই পছন্দ না, আমি লুকইয়া শুনি) দয়াকরে তারা কোনো খারাপ মন্তব্য করবেন না। আসলে আমি নিজেও জানি না কেনো তার কন্ঠ আমার কাছে এ্যাতো পাগল করা মনে হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.