আমাদের কথা খুঁজে নিন

   

তোমারই সুমনা

পরাঞ্জয়ী...

শুভ্র, কেমন আছ? একবারেই ঝিমিয়ে গেলে যে? ভালোবাসা বুঝি এখন আর দোলায় না তোমায়? শুভ্র জীবনে বেশিরভাগ মানুষই দুটি জিনিসের পার্থক্যটা ঠিক বুঝে উঠতে পারেনা। তাদের নাম "মোহ্" আর "ভালোবাসা"! আর গুলিয়ে ফেলেই যত বিপত্তি বাধিয়ে বসে থাকে। না পারে গেরো খুলতে, আবার না পারে গেরোর ভেতর বসে থেকে দম আটকে মরতে! এ বিপত্তি যে কত বড় বিপত্তি তা বোধ করি তুমি এখন হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছ! তবে সে আর এখন আমায় ভাবায় না। যা হবার হবে। যে মানুষটি জন্মের পর মুহুর্তেই অনিশ্চয়তায় ভোগে বেঁচে থাকবে কি থাকবেনা, তার জীবনে যত বড় অনিশ্চয়তাই আসুক না কেন, ভাঙ্গতে পারেনা আর কিছুতেই! আমাকেও ভাঙ্গবেনা তোমার আঘাত! পোড় খেয়ে বড্ড পোক্ত হয়ে উঠেছি আমি! জানো শুভ্র মাঝে মাঝে জগৎ সংসারটাকে আস্ত একটা ভাগাড় মনে হয় আমার।

যত জঞ্জাল-আবর্জনায় ফুলে ফেঁপে দূর্গন্ধ ছড়াচ্ছে যে চারদিকে। যেন আমিও দূষিত, তুমিও! কোন কিছুতেই আর কোন অনুভূতি নেই আমার! ভালোবাসা কিংবা ঘৃণার চেয়েও নির্মম বুঝি অনুভূতিহীনতা! ভালোবাসলে ভালোবাসাবাসির সম্পর্ক হয়, ঘৃণা করলে ঘৃণার সম্পর্ক হয়, কিন্তু কোন অনুভূতিই না থাকলে সম্পর্কটাই থাকেনা! সে যে কত বড় বোঝা তুমি তার কী বুঝবে!! কিছু কিছু সম্পর্কই থাকে এমন কেউ কাউকে ছাড়া চলতে পারেনা, আবার কেউ কাউকে সাথে নিয়েও চলতে পারেনা। এ সম্পর্কের নামটা যে কী হতে পারে আমি ভেবে ভেবে কূল-কিনারা পাই না! তোমার বহুগামিতায় কষ্ট পাই আবার তোমার নিস্পৃহ রূপটাও সয় না। আমি যে শূন্যে আটকে কেমন করে ঝুলে আছি তা কি বুঝতে পার তুমি? শুভ্র,আমি অনেক ভেবেছি। কিছু গল্পের শেষে সব সময় লেখা থাকে "(অসমাপ্ত)"।

ব্রাকেট উঠিয়ে সমাপ্ত করার সাধ্যি কারও থাকেনা। তোমার আমার গল্পও এমন। এর কোন শেষ বুঝি নেই। আমার বিসর্জনই এর শেষ দৃশ্য! বিসর্জন যখন হবেই তখন তুমি নিজ হাতেই দিও। যার হাতে দাও, সে বিসর্জনই হোক বা সম্প্রদান তুমিই দিও! সম্প্রদানের অধিকার বোধ হয় অন্য কারও থাকে।

কিন্তু আমাতে তুমি ছাড়া অন্য কারও অধিকার আছে সে আমি একদিনের জন্যেও মানব না! তুমি যতই আকারে নিরাকারে ইঙ্গিতে আমাকে বোঝাও না কেন আমি তোমায় পাবনা, আমি যে তোমার হয়ে গেছি সে অনেক আগেও পাকাপাকি হয়ে গেছে। সে বদলানোর ক্ষমতা তোমার নেই। তোমার জিনিস তুমি রাস্তায় ফেলবে নাকি কারও ফুলদানিতে সে সমস্তই তোমার দায়! আমি তার কিচ্ছুটি জানিনে! যা বলার ছিল এক দমে বলে দিয়েছি। তুমি বসে ভেবে ভেবে মর কী করবে। ভালো থেক তোমারই সুমনা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।