আমাদের কথা খুঁজে নিন

   

একজন শহীদ না হবার দুঃখে

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

আনিসুল হকের "মা" উপন্যাস পড়ে, "মাকে" নিয়ে লেখা এই কবিতা। উৎসর্গ : আজাদকে। মা উপন্যাসের নায়ক। আমাদের বীর মুক্তিযোদ্ধা আজাদ। যতবার তোমাকে তুলেছি চোখের পাতায় ততবারই আমি মন্ত্রমুগ্ধ পাঠক হয়েছি ততবারই চোখের জলে একাকার হয়েছে চোখের পাতা ততবারই উদ্‌গীরিত কান্নাকে থামাতে গিয়ে নিজেই হয়ে গেছি ঝরণা জলের ধারা। অযুত লক্ষ নিযুত কোটি শহীদের নাম বুকের মধ্যে ধারণ করে, ততবারই আমি ওদের একজন হতে চেয়েছি ততবারই আমি আফসোস করেছি একজন শহীদ না হবার দুঃখে একজন আজাদ না হবার যন্ত্রনায় কেননা একজন আজাদ কেবল একটা মায়ের না, একটা দেশের না গোটা একটা পৃথিবীর। যতবার তোমাকে ছুঁই নিজেকে পাপী মনে হয় মনে হয় কেন আমি মুক্তিযুদ্ধের ধারক হতে পারিনি কেন আমি একাত্তরের পরের প্রজন্ম হলাম কেন কুরবানী দিতে পারলাম না নিজেকে যুদ্ধে কেন আমি বাংলাদেশী হতে পারিনি, কেন নয়? একঝাঁক প্রশ্ন মাথায় দোল খায় দিবানিশি বারবার যাতনা আমাকে ডুবায় অতলে আমিও তোমাতে ডুবি অতলান্ত জলে ততবারই মনে হয়, আমি পাপী, পাপীই বোধহয় তা না হলে আমি কেন হতে পারিনি একজন আজাদ, একজন শহীদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.