আমাদের কথা খুঁজে নিন

   

পাখিদের মেলায় একদিন - (ছবি ব্লগ)

h

পাখিদের মেলায় না গেলে পুরো ভ্রমনটাই মিস করবে - ঠিক এভাবেই বলছিলো সবাই। জুরং বার্ড পার্কে এসে মনে হল আসলেই ঠিক। সিঙ্গাপুরে বেড়াতে আসলে জুরং বার্ড-পার্ক ঘুরে না দেখাটা রীতিমত বোকামী হত। যা হোক, দাম দিয়ে কেনা টিকিটের টাকা অবশ্য পুরোটা উশুল করতে পারিনি, কারন সবগুলো ইভেন্ট দেখতে হলে অন্তত একবেলা পুরোটা থাকা উচিৎ। আমরা গিয়েছিলাম হাতে খুব কম সময় নিয়ে, মাত্র আড়াই ঘণ্টা।

তাই খুব বেশী ছবিও তুলতে পারিনি পাখিদের। স্কার্লেট ম্যাকাও পাখি নাকি তার হাসির সাথে রক্তিম হয়, সত্যিই কি তাই? বর্ণালী - রঙে রাঙায়িত। এই সেই ফ্লেমিঙ্গো পাখি - যার নামে নামঙ্কিত হয়েছে নাচের মুদ্রা ফ্লমেঙ্কোর। ভালোবাসা-বাসী কে রে - এইটা? পাখির নাম - রেইনবো লরিকেট যুগল কাছ থেকে... লাল... আবার ফ্লেমিঙ্গো... বসে আছেন তিনি তাহার ধ্যান মগ্নতা নিয়ে। তাহাদের বেশ আনন্দিত বলেই মনে হচ্ছে।

সামনে একটা আফ্রিকান মূর্তি পেলাম, ভাবলাম একটা 'ওয়াক্কা ওয়াক্কা - দিস ইজ আফ্রিকা' টাইপের পোজ দেই (ল্যাবমেইট ছবি তুলে দিয়েছে) খাঁচায় আবদ্ধ ... পেলিক্যান পাখির মেলা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।