হাঙ্গর খুঁজিছে শৈবাল
খাবে বলে;
তার আজ
জলজ প্রাণী আর
মৃত জীর্ণ বাক্সপেটরায় রুচি নেই।
সে নতুন আস্বাদ চায়,
খোঁজে সবুজ পরশ।
শৈবাল লুকিয়েছে পাথরে
বাঁচবে বলে;
তার আজ বেঁচে থাকা দায়,
প্রাণের বাহক হয়েও সে আজ ধ্বংসপ্রায়।
ক্ষুধার্ত ব্যগ্র হাঙ্গর
তাকে আজ
ফিরছে তাড়া করে।
সবুজ শৈবাল
লুকিয়েছে পাথরের অন্ধ রন্ধ্রে
বাঁচবে বলে।
হায়রে সবুজ শৈবাল!
সে কি জানে
পাথর আজ হয়েছে পাষাণ?
তাই তার কন্দরে লুকিয়ে রেখেছে
বিষাক্ত সরীসৃপ?
বীভৎস সে অন্ধ জানোয়ার
এগিয়ে আসছে আজ শৈবালের দিকে।
শৈবাল নির্বাক,
তার কিছুই করবার নেই,
হাঙ্গর বাহিরে, তারে খাবে বলে।
তবে কি কোনো শৈবাল
সত্যিই আজ চলে যাবে
কোনো হাঙ্গরের পেটে?
অথবা সরীসৃপের?
যাবে হেরে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।