আমাদের কথা খুঁজে নিন

   

টাইটানিক জাহাজ কখনো ডুববেনা !!!!!! এই ধরনের কথা কি সত্যি নির্মাতারা বলেছিলো? ??

বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com

আমাদের দেশে টাইটানিক নিয়ে একটা কথা প্রচলিত আছে যে টাইটানিক জাহাজ এর নির্মাতারা নাকি জাহাজ বানানোর পর বলেছিলো এই জাহাজ কখনো ডুববেনা কোন কিছুই এটাকে ডুবাতে পারবেনা ।অনেকে আবার এক ধাপ বাড়িয়ে বলে যে তারা নাকি সৃষ্টিকর্তাকে চ্যালেন্জও করেছিলো এই জাহাজ ডুববেনা বলে ।এই কথাটার সত্যতা কতটুকু । কারো পক্ষেই তো কোনকিছু্ই বলা সম্ভব না সে যতই শক্তিশালী কিছু বানাক না কেন।এক সুনামির তান্ডবেইতো দেখা গেলো যে দুনিয়া কি করে লন্ডভন্ড হয়ে যায় ্।আজকে আমার বন্ধুদের সাথে এ নিয়ে তর্ক হলো আমার কথা এটা সুস্হ মানুষ বলতেই পারেনা কারণ আপনি যদি আকাশের সমানও জাহাজ বানান দেখা যাবে যে আকাশের উপর দিয়ে ঝড় এসেছে জাহাজ গেলো ডুবে । যারা এই ব্যাপারে জানেন তথ্য দিয়ে সাহায্য করুন ।সম্ভব হলে লিংক দিয়েন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.