আমি স্থানীয় এক ইন্টারনেট সংজক দানকারীর কাছ থেকে ব্রডব্যান্ড কানেক্সন নিয়েছিলাম....স্পীড কম ছিলো......বললো ১০০০ টাকার লিনে নিলে স্পীড পাবো....নিলাম ১০০০ টাকার লিনে....এখন স্পীড পাচ্ছি ১৪/১৫ কেবিপিএস কেমনডা লাগে কন ...ভাবতেছি এইটা বাদ দিয়া BTCL এর ADSL Broadband connection নিমু......আপনারা কেউ কি এইটা উসে করছেন?
কেমন স্পীড?যেই স্পীড বলে সেই স্পীড পাওয়া যায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।