আমি অনেক ভালো
ছোটবেলায় আমার এক বান্ধবী বলছিলো বিড়াল যদি শরীরে আচঁড় দেয় তাহলে নাকি পেটে বিড়ালের বাচ্চা হয়...তখন থেকে আমি বিড়াল কে অনেক ভয় পেতাম...বিড়াল দেখলেই দৌড় দিতাম...
আমার নানাবাড়িতে অনেক বিড়াল ছিলো...সবসময় আশেপাশে ঘুরঘুর করত...খাওয়ার সময় পায়ের নিচে বসে থাকত...তখন আমি লাফ দিয়ে উঠতাম...যতক্ষন না পর্যন্ত বিড়াল সরানো হত ততক্ষন খেতে বসতাম না...
আমাদের বাসা দোতলায় ছিলো তবুও বিড়াল চলে আসত...পাশের বাসার বিল্ডিং থেকে লাফ দিয়ে বাসার বারান্দায় চলে আসত...বারন্দায় কোন দরজা ছিলনা তাই সহজেই ঘরের মধ্যে ঢুকে যেত...
বারান্দার পাশেই ছিলো ডাইনিং রুম....একদিন চেয়ারে বসার জন্য যেই না চেয়ার ধরে টান দিছি দেখি একটা রক্তাক্ত বিড়াল বসে আছে চেয়ারে...বিড়াল আমাকে দেখে কি দৌড় দিবে...ওর আগে আমি দৌড় দিছি...
এরপর থেকে সবসময় চেয়ারে বসার আগে নিচে উকি মেরে দেখতাম চেয়ারে কিছু আছে কিনা...অনেকদিন পর্যন্ত এই অভ্যাস ছিলো...এখন যদিও এই অভ্যাসটা নাই...তবে এখনও আমি বিড়াল কে অনেক ভয় পাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।