স্বপ্নবিলাসি বলেই বেচে আছি
পৃথিবীতে এতশত প্রাণী থাকার পরও মেয়েদের পছন্দের তালিকায় বিড়াল শীর্ষে !!
গবেষকরা রাত-দিন এক করে একটা মতবাদ দেন " বিড়াল পুরুষের চাইতে নারীদের সাথেই অধিক বেশি আন্তরিকভাবে মেলামেশা করে এবং নারীদের স্নেহই বেশি কামনা করে"" ।
"বিড়াল সঙ্গী হিসেবে ছেলেদের তুলনায় মেয়েদের সাথে বেশী মানানসই। কারণ এরা মেয়েদের কোমল স্বরে উত্তমভাবে প্রতিক্রিয়া জানানো ও সাড়া দিতে পারে" ।
নারী ও বিড়াল সম্পর্কে মার্কিন লেখক Robert A. Heinlein বলেন , “Women and cats will do as they please, and men and dogs should relax and get used to the idea.”
সামু ব্লগেও “বিড়াল” বা এর সমার্থক শব্দের জয়জয়কার, বিচিত্র নিকে সামু হয়েছে সমৃদ্ধ !
* কাঠবিড়ালী
*অপত্য বিড়ালের "টু"
*মু্হম্মদ বিড়াল
*মিসেস্ মুহম্মদ বিড়াল
*কালো বিড়াল
*ভেজা বিড়াল
*বিড়াল তপস্বী
*থলের বিড়াল
*বিড়াল ছানা
*ভেজাবিড়াল
*একটা বিড়াল এবং একটা ইঁদুর
*বাংলার বিড়াল
*কাঠ বিড়ালী
*বিড়াল
*হুলো বিড়াল
*ভিজা বিড়াল
*আধা ভেজা বিড়াল
*কালো.বিড়াল
*বিড়ালের চোখ
*কালো_বিড়াল
*ছোট কাঠ বিড়ালী
*কাঠবিড়ালি
*বিড়ালছানা
*সাদা বিড়াল
*কালোবিড়াল
*ভিজে বিড়াল
*কাঠ বিড়াল
*কাঠবিড়াল
*কাঠবিড়ালী’র বাচ্চা
*কালো বিড়াল মাসানো
*বোকা বিড়াল
*কাল বিড়াল
*শিকারী বিড়াল
*বিলাই
* কুত্তা মারা বিলাই
*হোলা বিলাই
*হুলাবিলাই
*কালা বিলাই
*কালা-বিলাই
*বিলাই মানব
*বড় বিলাই
*বিলাই বাবা
*ভিজা বিলাই
*ওলা বিলাই
*বোকাসোকা বিলাই
*দ্য গ্রেট বিলাই
*ধলা বিলাই
*সমা বিলাই
*বিলাই চিমটি
*ওলা-বিলাই
*লেটদেয়ারবিলাইট
*বিলাই_চক্ষু
*হুলো বিলাই
*বাংলা বিলাই
*পুরাই বিলাই
*কালো বিলাই
*শুকনা বিলাই
*বজ্র বিলাই
*ডিজিটাল ভিজা বিলাই
*বাংলাবিলাই
*তারান্নুমবিলাই
*উড়ন্ত বিলাই
*বাংলার বিলাই
*মিস বিলাই
*লাল বিলাই
*ব্লগার বিলাই
*সাদাবিলাই
*বিলাই ভিজা
বিড়ালের বৈজ্ঞানিক নাম “ফেলিস ক্যাটাস” এবং এটি একটি শ্বাপদ বর্গের স্তন্যপায়ী প্রাণী ।
এর সমার্থক শব্দগুলো হলঃ বিড়াল, বিলাই, বিল্লি, বেড়াল. বাঘের মাসি।
প্রায় ৯,৫০০ বৎসর পূর্বে বন্য বিড়াল থেকে এই প্রজাতি মানুষের গৃহপালিত প্রাণীতে পরিণত হয়। সবচেয়ে বেশি ওজনের বিড়ালের নাম ছিল হিমি (Himmy)। সবচেয়ে কম ওজনের বিড়াল গিনিস বুক রেকর্ডে স্থান পেয়েছে মি. পীবলেস (Mr Peebles) যার ওজন ছিল ৩ পাউন্ড, আর উচ্চতা ছিল ৬.১ ইঞ্চি। এদের দাঁতের সংখ্যা ৩০টি জীবদ্দশায় একটি স্ত্রী বিড়াল প্রায় ১৫০টি বাচ্চার জন্ম দিতে পারে। বিড়ালের গড় আয়ু ১২-১৪ বৎসর।
স্ত্রী বিড়াল পুরুষ বিড়ালের চেয়ে দুই এক বৎসর বেশি বাঁচে।
*বিড়াল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য ঃ
• বিড়ালপ্রেমী এবং ভোজনরসিকদের জন্য হাঙ্গেরির বুদাপেস্টে খোলা হয়েছে মজার এক ক্যাফে। সেখানে কফি খেতে খেতে দিব্যি বিড়ালদের নিয়ে খেলায় মেতে উঠতে পারবে যে কেউ!
• যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে রয়েছে বিড়ালের সবচেয়ে বড় জাদুঘরটি ।
• এদিকে ম্যাক্সিকোর পুরবাঞ্চলের শহর সালাপার মেয়র পদে প্রতিদন্ধিতারর জন্য বিড়াল মনোনয়ন পায় !
• প্রতিবছর প্রায় ৪০ লক্ষ্য বিড়াল খাওয়া হয় এশিয়াতে !
• বিড়াল সাধারনত দিনের ২/৩ অংশ ঘুমিয়ে কাটিয়ে দেয় !
• বিড়াল প্রায় ১০০ রকমের শব্দ করতে পারে !
• বিড়ালের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ১৩০০০০ টি পশম আছে ।
• পৃথিবীর সবচেয়ে ধনী বিড়ালটির সাক্ষাত পাওয়া যাবে ইতালিতে ।
৯৪ বছর বয়সী এক মহিলা মৃত্যুর পূর্বে বিড়ালটিকে প্রায় ৳১০ মিলিয়ন ডলার দিয়ে যান ।
• পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিড়ালটি লম্বায় প্রায় ৪ ফুট, যা কিনা এই বছরের শুরুর দিকে মারা যায়।
** “বিড়াল” শব্দটাকে নিয়ে হয়েছে নানারকম আলোচনা-সমালোচনা, তর্ক- বিতর্ক।
যেমন, কিছুদিন আগে পাকিস্তানের মালালা যখন বাংলাদেশ ক্রিকেট দলকে “বিড়াল” বলে সম্বোধন করে প্রবল সমালোচনার মুখে পড়েছিল !
এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারির কথা ফাস হওয়াতে মন্ত্রিত্ব যাওয়ার পাশাপাশি “কালো বিড়াল” নামে পরিচিতি পেয়েছেন ।
আবার অনেক সংস্কৃতিতে কালো বিড়ালকে সৌভাগ্য বা মন্দ ভাগ্য হিসেবে বিবেচনা করা হয়।
*বিড়াল নিয়ে এযাবৎ পর্যন্ত অনেক চলচিত্র তৈরি করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচিত্র হল ঃ
# The Lion King
# Homeward Bound: The Incredible Journey
# The Aristocats
# The Aristocats
# Milo & Otis
**বিড়াল নিয়ে অসংখ্য বইও লেখা হয়েছে , তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বই হল ঃ
## Dewey: The Small-Town Library Cat Who Touched the World
# Into the Wild (Warriors, #1)
# Homer's Odyssey: A Fearless Feline Tale, or How I Learned about Love and Life with a Blind Wonder Cat
# Bluestar’s Prophecy
# Cleo
*বিড়াল নিয়ে অনেক কুসংস্কারও চালু আছে। পশ্চিমাদের আমরা যতই আধুনিক ভাবিনা কেন, অনেক ক্ষেত্রেই তারা কুসংস্কারে বিশ্বাসী। শুধুমাত্র বিড়াল নিয়েই দেখুন না কত কুসংস্কার :p
• মার্কিনীদের মতে, স্বপ্নে কিংবা রাস্তায় সাদা বিড়াল দেখাটা সৌভাগ্যের প্রতীক।
• ব্রিটিশদের মতে, যদি বিড়াল তার কানের পেছনে পরিস্কার করে তাহলে বৃষ্টি হবে ।
• স্কটিশদের মতে আকস্মিক কালো বিড়াল দেখলে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ।
**প্রচলিত আছে, আমাদের নবী মুহাম্মদ (সঃ)নাকি বিড়াল পছন্দ করতেন, তবে তিনি অপরিচ্ছন্নতার কারনে কুকুর পছন্দ করতেন না । এছারাও আব্রাহাম লিঙ্কন, মার্ক টুয়েন, চার্চিল, আলবার্ট সোয়েন্সটাইগার,ফ্লোরেন্স নাইটেঙ্গেল, স্যার আইজ্যাক নিউটন ও রুজভেল্ট প্রমুখ ব্যক্তিগন বিড়ালকে অত্যন্ত পছন্দ করতেন ।
** বাসর রাতে “বিড়াল মারা” এখন প্রচলিত প্রবাদে পরিনত হয়েছে । তবে আজকাল যা অবস্থা বিড়াল মারবে কী ! বাসররাতে দেন-মোহর সঙ্ক্রান্ত ব্যাপার নিয়ে বৌয়ের হাত-পা ধরতেই রাত পার হয়ে যাওয়ার কথা !!
তথ্যসুত্র ঃ
# http://en.wikipedia.org/wiki/Cat
# cats.about.com/
# http://www.cats.org.uk/
# কিছু বাংলা ব্লগ ও সংবাদপত্র
ছবি ঃ
# গুগল ইমেজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।