কারাদণ্ডাদেশ ঘোষণার একদিনের মাথায় এক বিবৃতিতে তিনি আরো বলেছেন, বাকি জীবন চেলসি ম্যানিং নাম নিয়ে পার করে যেতে চান তিনি।
কারাগারে হরমোন চিকিৎসাও চেয়েছেন ম্যানিং।
যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজ-এ তার এ বিবৃতিটি প্রথম প্রকাশিত হয়।
ম্যানিং বলেছেন, নিজের ভেতরে মেয়েলিভাব ছোটবেলা থেকেই অনুভব করছিলেন তিনি।
“যেহেতু আমি আমার জীবনের দ্বিতীয় এই পর্যায়টিতে উপনীত হচ্ছি, তাই আমি সবার কাছে আমার প্রকৃতি পরিচয়টি প্রকাশ করতে চাই।
আমি হচ্ছি চেলসি ম্যানিং, আমি একজন নারী। ”
উইকিলিকসকে তথ্য দেয়ার দায়ে ৩৫ বছর সাজাপ্রাপ্ত মার্কিন সৈন্য ব্র্যাডলি ম্যানিং। এখন থেকে নতুন নাম চেলসি ধরে ডাকতে এবং সর্বনাম হিসেবে স্ত্রী বাচক শব্দ ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানান চেলসি, যিনি এতদিন ছিলেন ব্র্যাডলি ম্যানিং।
উইকিলিকসকে তথ্য দেয়ার দায়ে ৩৫ বছর সাজাপ্রাপ্ত মার্কিন সৈন্য ব্র্যাডলি ম্যানিং।
উইকিলিকসকে গোপন নথিপত্র দেয়ায় বুধবার সামরিক আদালতের রায়ে ৩৫ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয় ম্যানিংকে।
২৫ বছর বয়সী ম্যানিং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন ‘প্রাইভেট ফার্স্ট ক্লাস’। ২০১০ সালে ইরাকে দায়িত্ব পালনের সময় তিনি যুক্তরাষ্ট্রের ৭ লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা উইকিলিকসের কাছে তুলে দেন।
ম্যানিংয়ের কাছ থেকে পাওয়া নথিপত্র জুলিয়ান অ্যাস্যাঞ্জ তার ওয়েবসাইট উইকিলিকসে প্রকাশ করলে সারাবিশ্বে তোলপাড় ওঠে, অস্বস্তিতে পড়তে হয় ওয়াশিংটনকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।