শানিত কর সংস্কৃতির চেতনায়
রাস্ট্রের মত আম জনতারও পররাষ্ট্র বিষয়ক ধারণা আছে। আমাদের রাজনৈতিক বাস্তবতায় ভারত খুব প্রভাবশালী। ভারত জুজু একটা বড় অংশ দখল করে আছে রাজনৈতিক এলাকা। জনগণ ভারত জুজু তে খুব আনন্দ ও পায়। আবার আছে পাকি প্রেম।
কিছু মানুষ মনে করে আমাদের চেয়ে পাকিস্তান অনেক ভাল আছে। তাই ৭১ এ স্বাধীন হলেই ভাল হত। আমরা পাক থাকতাম । নাপাক ভারতকে দৌড়ের উপর রাখতে পারতাম। অসুস্থ ও নৃশংস মানসিকতার থেকে এর উৎস।
আবার একটি অংশ পাকির সাথে যেন দ্বন্দ আছে আমাদের। তেমন প্রকাশ করেন।
এর কারণ কি? ভারত বিরোধীতা রাজনৈতিক অভিসন্ধির একটি অংশ। জাতীয়তাবাদীরা এর প্রবল সমর্থক। এক ধরনের ঘৃণ্য মানসিকতা।
অন্যদিকে পাকিস্তান বিরোধীতা ও একই ঘরানার মানসিকতা থেকে উত্সারিত। তবে এটা ঠিক পৃথিবী ব্যাপি জঙ্গিবাদ রপ্তানিতে তাদের একটি ভুমিকা আছে। তা বাংলাদশ বা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান যদি না চায় যে এই অঞ্চলে জঙ্গিবাদ থাকবে না তবে তা শেশ হয়ে যাবে। কিন্তু মার্কিন সম্পর্কে জাতীয়তাবাদী কি আর আমলীগ এমনকি রাজাকার মৌলবাদীরা দাড়ি শেভ করে ছবি তুলে তা থেকে ডিভি লটারীর আবেদন করে।
এটা গেল জনগণের ধারনার বহিপ্রকাশ। রাষ্ট্র সব সময় বানিজ্যের কারণে সব রাস্ট্রের সাথে সমান সম্পর্ক রাখে। জাতীয়তাবাদীরা ক্ষমতায় থাকা কালীন কোনো বানিজ্য অথবা অন্য কোনো চুক্তি বাতিল তো করেইনি এমন কি সে সময় তারেক তাদের সাথে চুটিয়ে বানিজ্য করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।