আমাদের কথা খুঁজে নিন

   

আমি পারিনি

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

ঘড়ির কাঁটাটা আজও ছুটছে আগের মতোই তার সাথে তাল দিয়ে সূর্য উঠছে, ডুবছে। কেটে যাচ্ছে সকাল, দুপুর, সন্ধা, ভোর- পাগলটা ভাল বেসেছিল আমায়, জীবনকে তুচ্ছ করে, কিন্তু আমি পারিনি-- চলে যাওয়ার সময় এলে সে কেঁদে কেঁদে বলেছিল- আমি চাইলেই সে সময়কে দাঁড় করাবে ঘড়ির কাঁটায় সাগর- নদীকে ফিরিয়ে দেবে পাহাড়ের বুকে- ভালবাসার ঊষ্ণতায় ঘটাবে প্রেমের অগ্নুৎপাত! আমি পারিনি কিছুই.. তাকে বলেছিলাম পাগলামীটা ছেড়ে দিতে ভালবাসাকে নিলামে তুলে সর্বোচ্চ মূল্য নিতে সে শুধু তার অশ্রূর ঝরণা ঝরিয়েছিল! আমি সেই জলে অবহেলার মরুতে ফলিয়েছি ফসল। ঝরে ঝরে নিঃশেষ হয়ে পাগলটা চলে গেছে শুধু আজও আমি পারিনি তাকে ভুলে যেতে সে ভালবেসেছিল আমায়- শুধু আমি পারিনি.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।