শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
আমি পারিনি,
পারিনি বাবার মত
হাতিয়ার নিয়ে খেলতে
সেই ৭১ এর মাঠে
জীবন মোঠোয় ধরে
ভয়াবহ সে খেলা,
খেলেত আমি পারিনি।
আমি দেখিনি
দেখিনি আহত খেলোয়ার,
যারা দেশের জন্য,
ভেবে দশের জন্য
শক্ত হাতে মাটি চেপে ধরে
প্রান বিলিয়েছে,
আমি দেখিনি
আমি দেখতে পারিনি,
শুধু শুনেছি
শুনেছি বাবার মুখে,
কিভাবে ছিল লিপ্ত
কতটা ছিল ক্ষীপ্ত
দেশ বাঁচাও নামের খেলায়
কিভাবে হয়েছে জয়ী
আমি দেখিনি,
শুনেছি বাবার মুখে
শুধু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।