আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা করো,আমি পারিনি

বেক্কলের মতো তাকায় আছি.....................।

শিকারি পেঁচা নিশ্চুপ বসে আছে... কল্পনায় উড়ছেনা কোন ঘুড়ি... শান্ত হয়ে গেছি আমি, নিজের আইনে নিজেকে মৃত্যুদন্ড দিলাম...।। অজস্র বাক্যালাপ হয় চারপাশে... হাঁটু গেড়ে বসে থাকি,অতন্দ্রিত... আপনাতে অপরাধী চোখে তাকাই, অহরহ বলে যাই,"ক্ষমা করো,আমি পারিনি" বিষন্নতা ধেই ধেই করে নাচে... স্থায়ী বাসস্থান পাওয়ার আনন্দে...। আবেগ মুখ থুবড়ে পরে আছে, মনের আদালতে তাকে যাবজ্জীবন দন্ড দিলাম...।। মাথা নিচু করে দাড়াই,নির্লজ্জ... চুপচাপ বলে যাই,"ক্ষমা করো,আমি পারিনি"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.