আমাদের কথা খুঁজে নিন

   

কারিগরি পরিদর্শনের নামে আবরো নেদারল্যান্ড

আমি বিদ্রোহী

কারিগরি পরিদর্শনের নামে আবরো নেদারল্যান্ড যা”েছন নৌ মন্ত্রণালয়ের ১০ সদস্য রিবেল মনোয়ার ড্রেজার তৈরির কারখানায় কারিগরি পরিদর্শনের নামে আবরো নেদারল্যান্ড যা”েছ নৌপরিবহন মন্ত্রণালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। এ দলেও রয়েছেন কারিগরি জ্ঞানশূণ্য ৫জন কর্মকর্তা। অন্যরা প্রকৌশলী হলেও সবার সংশ্লিষ্ট বিষয়ে ধারণা নেই। বিআইডব্লিউটিএ’র তিনটি ড্রেজার সংগ্রহ প্রকল্পের আওতায় দুই দফায় এ প্রতিনিধি দল ড্রেজার প্র¯‘তকারী প্রতিষ্ঠান ভোস্তা এলএমজির কারখানা ও ইঞ্জিন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদী পরীক্ষা-নীরিক্ষা করবে। বিপুল সংখ্যক কর্মকর্তাদের এ সফর নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এব্যাপারে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে কয়েক দিন আগে আলাপ করা হলে তিনি বলেছিলেন, ডিপিপি অনুযায়ী নৌমন্ত্রনালয়ের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে নেদাল্যান্ডে ভোস্তা এলএমজি কারখানা কারিগরি পরিদশনের সুযোগ রয়েছে। এ সফরের খরচ সংশ্লিষ্ট ঠিকাদার বহন করবে জানিয়ে তিনি বলেন, এতে সরকারের কোন আর্থিক ক্ষতি হ”েছ না। তবে বিআইডব্লিউটিএ’র দুইজন পদ¯’ কর্মকর্তা (নাম প্রকাশে অনি”ছুক) বলেন, প্রকল্পে টাকা লুটপাটের জন্যই ডিপিপিতে এ বিপুল সংখ্যক সদস্যের সফরের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘দুইটি ড্রেজার ক্রেনবোট, ক্রু-হাউজবোট ও টাগবোটসহ আনুসাঙ্গিক সরঞ্জামাদী সংগ্রহ’ প্রকল্পের আওতায় প্রথম দফায় নৌপরিবহন মন্ত্রনালয়ের ৬ সদস্য নেদারল্যান্ড যা”েছন। তারা হলেন, নৌমন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ সাঈদুল হক, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আবদুল মতিন, উপ-প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর জামাত বিশ্বাস, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি ও হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের একান্ত সচিব আবদুল কাদের জিলানী, অর্থ মনস্ত্রণালয় অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব খ ম খবির“ল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শহীদুল ইসলাম।

এরমধ্যে সাঈদুল হক, আবদুল কাদের জিলানী ও খ ম কবির“ল ইসলামের কোন কারিগরি জ্ঞান নেই। অপরদিকে ‘খুচরা যন্ত্রাংশসহ ১টি ড্রেজার সংগ্রহ’ প্রকল্পের আওতায় আরো ৪জন যা”েছন নেদারল্যান্ড। তারা হলেন, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ফিরোজ আহমেদ, নৌমন্ত্রণালয়ের উপ-প্রধান সাজ্জাদুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র তত্তাবধায়ক প্রকৌশলী (ডক) রবিউল ইসলাম ও উর্ধতন উপ-সচিব (সং¯’াপন) বেগম জুলফা খানম। এদেরমধ্যে সাজ্জাদুল ইসলাম, রবিউল ইসলাম ও বেগম জুলফা খানমের কারিগরি জ্ঞান নেই। ইতোমধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এ প্রতিনিধি দল আগামী ৪ আগষ্ট নেদাল্যান্ড সফরে যেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৫ জুলাই ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, ৬ সদসৌর প্রতিনিধি দল ৭ থেকে ১১ আগষ্ট অথবা যাত্রার তারিখ থেকে ৫দিন ভ্রমন করবেন। আর ৪ সদস্যের প্রতিনিধি দল সফর করবেন ১৪ থেকে ১৮ আগষ্ট অথবা যাত্রার দিন থেকে ৫দিন। দুটি চিঠিতেই স্বাক্ষর করেছেন নৌমন্ত্রণালয়ের সহকারী প্রধান উম্মে হাসিনা। চিঠিতে বলা হয়েছে, যাতায়াত ও ট্রানজিট খরচ বহন করবে নেদারল্যান্ডের মেসার্স ভোস্তা এলএমজি-কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিেিটড। কর্ণফুলী শিপবিল্ডার্স হল বাংলাদেশী নৌযান নির্মাতা প্রতিষ্ঠান।

সূত্র জানায়, এ পরিদর্শনে প্রতিজনের পিছনে কমপক্ষে ৫-৭ লাখ করে প্রায় এক কোটি টাকা খরচ হবে এবং খরচের টাকা এ প্রকল্প থেকেই কোম্পানি বহন করবে। এদিকে এ সফরকারী দলের ৪জন ফিরোজ আহমেদ, আবদুল মতিন, নূরজামাত বিশ্বাস ও শহীদুল ইসলাম আগেও নেদারল্যান্ডের ভোস্তা এলএমজি কারখানা সফর করেছেন। সূত্র জানায়, নেদারল্যান্ড সফরের জন্য বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আবদুল মালেক মিয়াসহ সং¯’াটির ৮জনের নাম প্রস্তাব পাঠানো হয়েছিল নৌমন্ত্রণালয়ে। কিš‘ মন্ত্রণালয় থেকে মালেক মিয়াসহ দুইজনের নাম পরিবর্তন করে চিঠি জারি করা হয়। পরবর্তীতে দুই প্রতিনিধির নাম বাতিল করে নতুন দুইজনকে অন্তর্ভূক্ত করে আবারো চিঠি জারি করা হয়।

এ সফরকারী দলে রয়েছেন বিআইডব্লিউটিএতে কর্মরত সং¯’াটির চেয়ারম্যানের বাড়ি বৃহত্তর ফরিদপুর এলাকার ৪জন কর্মকর্তা। এঘটনায় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। উল্লেখ্য, গত মে মাসে এ দুই প্রকল্পের আওতায় নৌমন্ত্রণালয়ের ১০ সদস্যের দুইটি প্রতিনিধি দল নেদারল্যান্ডের ভোস্তা এলএমজির কারখানা প্ররিদর্শন করে। সেসময় ১০দিন সফর করলেও তারা নেদারল্যান্ড ছিলেন মাত্র ২ দিন। বাকি সময় তারা ইউরোপের কয়েকটি দেশ ভ্রমন করেন যা সরকারি সফর বিধির পরিপš’ী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ প্রকল্পে কার্যাদেশ প্রদান, সরঞ্জামাদীর উ”চ মূল্য নির্ধারণ এবং সিন্ডিকেট করে আনন্দ স্লিপওয়েজ এন্ড শিপইয়ার্ড, নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স ও কর্নফুলী শিপ বিল্ডার্স-এ ৩টি ঠিকাদরী প্রতিষ্ঠানকে কাজ ভাগ করে দেয়াসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.