আমাদের কথা খুঁজে নিন

   

উন্মোচন



ক. যে লোকটি 'ভালোবাসা না পেলে মরে যাব' বলে চিৎকার করছিল তার নেংটি খুলে গেছে রাজপথে। ধুলোর ঘূর্ণিতে তার মুখোশ পরা মুখ লেপ্টে গেছে আরো কিছু ধুলোর পরতে। খ. এক বুক জঞ্জালের ভেতর থেকে উঁকি দিচ্ছে কয়েকটি ইঁদুরে মুখ। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে প্যাগোডা, মন্দির, মসজিদ ও গীর্জার চুড়ো। ওরা ফিস ফিস করছে এখুনি জ্যোৎস্না সরাও- নতুবা আমরা আঁধার নামাব। গ. একদা যারা পেরোস্ত্রোইকা! পেরোস্ত্রোইকা! বলে লেলিনের শিলিভূত মাথা নামিয়ে দিয়েছিল রাজপথে- তারা আজ মাথা নুইয়ে দিয়েছে পূঁজিবাদের বিশাল থাবার নিচে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।