আমাদের কথা খুঁজে নিন

   

উন্মোচন

তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে / তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে / তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান / তোমার জন্য সপ্তসুর বাঁধুক তান। ... তোমার জন্য চিত্রপটে আলোর ছবি / তোমার জন্য জ্যোৎস্নারাতে ভাবুক কবি / তোমার জন্য স্বপ্নপ্রদীপ জ্বালিয়ে রাখা / তোমার জ

বিলাসবহুল খাট পালঙ্ক সরিয়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম চাই। মৃদুমন্দ হাওয়া ভরিয়ে দিক হৃদয়। ঘিরে থাকা সবুজের ঐশ্বর্যে প্রাণে লাগুক চন্দনঘ্রাণ। কোলাহল ছেড়ে একটু নির্জনতা পেতে চাই।

মাটির কাছাকাছি থেকে লগ্ন হতে চাই অন্তর্গত জীবনে। অনাবিল সৃজন নৈপুণ্যে প্রকৃতিতে সাজানো কত সহস্র প্রজাতির লতা- গুল্ম- উদ্ভিদ, পশু-পাখি-পতঙ্গের অনন্ত সম্ভারে ভরা এই জগৎ। কোথাও ঊষর মরুভূমি। কোথাও আবার নদী-পাহাড়- অরণ্যের মোহময় হাতছানি। বৈচিত্রের এই সাধনভূমিতে রূপমুগ্ধতায় বেঁচে থাকা যায় হাজার বছর...।

দিনের আলো ক্রমশ নিভে আসছে। দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর...। আবহমান প্রকৃতি উজাড় করে দিয়েছে এত কিছু। দিনান্তে আমি কী ফিরিয়ে দেব তাকে! অনন্ত সে ঋণী করেছে আমায়! সারাদিন কেটেছে দাবদাহে। এক পশলা বৃষ্টি এসে বদলে দিল সব...।

তুমি এসেছ পড়ন্ত বেলায়। কিন্তু তোমার আগমনে নদীতে নতুন করে এসেছে প্লাবন। সবাই সোনালী সম্ভাবনায় দিন গুনছে। প্রকৃতির সঙ্গে মিশে আছো তুমি। তোমার চলার পথে প্রকৃতি সাজে অন্য মায়ায়।

দেখ দেখ, মেঘের আস্তরণ সরিয়ে যৌবনবতী চাঁদ একটু একটু করে কেমন প্রকাশ করছে নিজেকে। রূপোলী জ্যোৎস্না গড়িয়ে পড়ছে তোমার মোম শরীরে। প্রকৃতির মহার্ঘ্য উৎসবে আজ বুঝি উন্মোচন তোমার। শহুরে পোশাক সরিয়ে এসো না একটু পলিমাটির লাবণ্য মেখে নিই!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।